জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকার, সদরঘাটে অবস্থিত। পূর্বতন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষক অধ্যাপক ড: এ. কে. এম. সিরাজুল ইসলাম খান এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। ২০০৫ সালে এই বিশ্ববিদ্যালয়ের কার্যত্রম শুরু হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অব্যবহিত প্রাক্তন নাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ, তবে এটি জগন্নাথ কলেজ নামেই বিংশ শতাব্দীর অধিকাংশ সময় জুড়ে পরিচিত ছিল। এটি ঢাকার একটি ঐতিহ্যবাহী কলেজ। ১৮৫৮ সালে ঢাকা ব্রাহ্ম স্কুল নামে এর প্রতিষ্ঠা হয়। ১৮৭২ সালে এর নাম বদলে জগন্নাথ স্কুল করা হয়। ১৮৮৪ সালে এটি একটি দ্বিতীয় শ্রেণীর কলেজে ও ১৯০৮ সালে প্রথম শ্রেণীর কলেজে পরিণত হয়। এসময় এটিই ছিল ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বেসরকারী কলেজ। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু হলে জগন্নাথ কলেজের স্নাতক কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে ১৯৪৯ সালে আবার এ কলেজে স্নাতক পাঠ্যক্রম শুরু হয়। ১৯৬৮ সালে এটিকে সরকারীকরণ করা হয়, কিন্তু পরের বছরেই আবার এটি বেসরকারী মর্যাদা লাভ করে। ১৯৭৫ সালে কলেজটি সম্মান ও স্নাতকোত্তর পাঠক্রম শুরু করে। ১৯৯২ সালে এ কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পাঠদান বন্ধ করে দেয়া হয়।
অনুষদসমূহ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে মোট চারটি অনুষদ রয়েছে।
বিজ্ঞান অনুষদ
* মাইক্রোবায়োলজি এন্ড বায়োটেকনোলজি বিভাগ
* ফার্মাসি বিভাগ
* কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
* রসায়ন বিভাগ
* প্রাণিবিদ্যা বিভাগ
* উদ্ভিদ বিজ্ঞান বিভাগ
* ভূগোল ও পরিবেশ বিভাগ
* পদার্থ বিজ্ঞান বিভাগ
* গণিত বিভাগ
* পরিসংখ্যান বিভাগ
* মনোবিজ্ঞান বিভাগ
কলা অনুষদ
* বাংলা
* ইংরেজি
* দর্শন
* ইতিহাস
* ইসলামিক স্টাডিজ
* ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
* আইন
* নৃবিজ্ঞান
সামাজিক বিজ্ঞান অনুষদ
* অর্থনীতি বিভাগ
* রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
* সমাজ বিজ্ঞান বিভাগ
* গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
* সমাজকর্ম বিভাগ
বিজনেস স্টাডিজ অনুষদ
* ম্যানেজমেন্ট স্টাডিজ
* হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ
* মার্কেটিং বিভাগ
* ফিনান্স বিভাগকৃতি শিক্ষার্থী
* তাজউদ্দীন আহমেদ (বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী)
* ড. আনিসুজ্জামান (শিক্ষাবিদ)
* ব্রজেন দাস(ইংলিশ চ্যানেল পাঁড়ি দেয়া সাঁতারু)
* প্রেমেন্দ্র মিত্র(বাঙালি কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক এবং চিত্রপরিচালক)
* এ,টি,এম,শামসুজ্জামান(অভিনেতা)
* জাহিদ হাসান(অভিনেতা)
* বিপ্লব(শিল্পী)
* ফারুক(অভিনেতা)
* রাজিউদ্দীন আহমেদ রাজু(ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী)
* প্রবীর মিত্র(অভিনেতা)
No comments:
Post a Comment